নামাজের হিসাব আমি মানুষকে কেন দেব: সানাই

বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা হওয়ার জন্য। কিছুদিন মডেলিং করার পর সিনেমায় সুযোগও পান। অভিনয় করেন একাধিক সিনেমায়। যদিও সেগুলো মুক্তি পায়নি। এর মধ্যেই বুকে সার্জারি করিয়ে বিতর্কের মুখে পড়েন।

বলছি সাবেক মডেল-নায়িকা সানাই মাহবুবের কথা। গত বছরই তিনি শোবিজ ছাড়ার ঘোষণা দেন। এরপর বেছে নেন ইসলামি জীবন। কিছুদিন আগে বিয়ে করে সংসারও পেতেছেন তিনি।

কিন্তু ফেলে আসা অতীতের জন্য এখনো সমালোচনা, কটাক্ষের শিকার হন সানাই। এমনকি তার বর্তমান জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এ নিয়ে অতিশয় বিরক্ত তিনি।

রোববার (৩১ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সানাই। লিখেছেন, ‘এই পোস্টটি তাদের উদ্দেশ্যে, যাদের সকাল টু বিকাল শুরু হয় সানাই কী করল, স্বামীর সাথে কোথায় থাকে, কোন এলাকায় থাকে, সানাই নামাজ পড়লো কি না। ভাই আপনারা নামাজ পড়েন তো? আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আর সবচেয়ে বড় কথা, নিজের সময় আরেকজনের পেছনে অপচয় করার কী আছে?’

নামাজ-ইবাদতের জন্য আল্লাহর কাছে হিসাব দেবেন জানিয়ে সানাই লিখেছেন, ‘আমার হিসাব আমি দেব, আপনাদের হিসাব আপনারা দেবেন। সব কিছুর একটা লিমিট আছে ভাই। কী সমস্যা? আপনারা কি কেউ আমার হিসাব দেবেন? আরেকজনকে নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? আর যারা অন্য কেউ নামাজ পড়ল কি না, এগুলো নিয়ে মাথা ঘামায়, আমি হলফ করে বলতে পারব তাদের ৬০ পারসেন্ট ঠিকমতো নামাজ পড়ে না। নামাজ তো আল্লাহর জন্য পড়তে হয়। তাহলে এই নামাজের হিসাব আমি মানুষকে দেব কেনো? কথাগুলো একটু ভেবে দেখবেন।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মে পৈতৃক নিবাস নীলফামারীতে বিয়ে করেছেন সানাই। তার বর ঢাকার একটি ব্যাংকে কর্মরত। বর্তমানে স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ