পাপনের কাছে যে অনুরোধ সুজনের

গেল ১ যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। সেই সূত্র ধরেই বিসিবি সভাপতির সঙ্গে সখ্যতা গড়ে উঠে খালেদ মাহমুদ সুজনের। বিভিন্ন সময়ে পাপনের অনুরোধে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেছেন সুজন। সবশেষে ওয়ানডে বিশ্বকাপেও দলের সঙ্গে ভারতে ছিলেন এই বোর্ড পরিচালক।

তবে সুজনের দাবি, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যথেষ্ট সম্মান পাননি তিনি। ফলে আর এমন দায়িত্ব নিতে চান না সাবেক এই অলরাউন্ডার। আর বিসিবি সভাপতির কাছেও অনুরোধ জানিয়ে রাখলেন, তাকে যেন আর অনুরোধ না করা হয়। অবশ্য সুজন বলেছেন পাপন ভাই তার অধিনায়ক। আজ রোববার মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

সুজন বলেন, ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’

নিজের সম্মানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ