শাকিব ইস্যুতে যেকোনো মুহূর্তে বুবলীর সংবাদ সম্মেলন

একদিকে শাকিব খান, অন্যদিকে অপু বিশ্বাস-একসঙ্গে দুই দিক থেকেই অশান্তির তীর ছুঁড়ে আসছে বুবলীর দিকে। গত দুই-তিন দিন ধরে নায়িকার সঙ্গে অপু বিশ্বাসের ভার্চ্যুয়াল লড়াই চলছে। ‘যার দেওয়া নাকফুল’কে ঘিরে অপু-বুবলীর এই ঝগড়া সেই শাকিব খান জানিয়েছেন, তিনি বুবলীকে কোনো নাকফুল দেননি। অপু-বুবলীর কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড কিং।

শাকিবের এমন প্রতিক্রিযার জবাবে বৃহস্পতিবার মুখ খুলেছেন বুবলী। গণমাধ্যমকে বীরের মা বললেন, ‘প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেনো ঠিক থাকে সর্বদা সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহনি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’

তার ভাষ্যে, ‘দুই দিন পর পর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সব কিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন এক রকম। আবার একটু দূরে এলেই আরেক রকম। কিন্তু আমি তো তার সম্মান হেয় এমন কখনও কিছু বলিনি, করিওনি। তাহলে আমাকে নিয়ে কেনো একের পর এক এভাবে মন্তব্য! তাই ভাবছি এখন আমার উচিত বিষয়গুলো নিয়ে কথা বলা। না হলে সবাই আমাকে ভুল বুঝবে।’

শাকিবের এসব বিষয়ে আর চুপ থাকতে চান না এই নায়িকা। একটি গণমাধ্যমকে বললেন, ‘আজ আমি মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে কথা বলতে যাচ্ছি। কেন তিনি আমাদের সম্পর্কের বিষয়টি এত গোপন রেখেছেন তা আমি বুঝতে পারছি না।’

বুবলী আরও যোগ করেন, ‘যখন আমরা বিয়ে করি, সে আমার কাছ থেকে গোপন রেখেছিল। সে আমাকে বিয়ে করেছিল যখন সে তার আগের বিয়ের কথা মিথ্যা বলেছিল। আমি সত্যিই জানি না সে কেন এমন কাজ করছে, বা সে এইভাবে আচরণ করে কাকে খুশি করার চেষ্টা করছে। তাই, আমি এই বিষয়ে আমার অবস্থান সকলের কাছে স্পষ্ট করতে চাই।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ