মার্কিন ডেপুটি সেক্রেটারির সফ‌রে নির্বাচন গুরুত্ব পা‌বে : মোমেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার জাতীয় নির্বাচন এবং রো‌হিঙ্গা সমস্যা নি‌য়ে আগামী সপ্তা‌হে বাংলা‌দেশ সফর কর‌বেন বলে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তা‌হিক ব্রিফিংয়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মূলত দু‌টি ইস্যুতে আলোচনা কর‌তে বাংলা‌দে‌শে আস‌বেন। এক‌টি হ‌লো, রো‌হিঙ্গা সমস্যা এবং অন্যটি জাতীয় নির্বাচন। এছাড়া উভয়পক্ষ পারস্প‌রিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে আলোচনা কর‌বে।

মো‌মেন ব‌লেন, যুক্তরাষ্ট্র বাংলা‌দে‌শে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখ‌তে চায়। আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষ‌য়ে প্রতিশ্রু‌তিবদ্ধ। কিন্তু সরকার চাইলেই বা‌য়ো‌লেন্স ছাড়া সুষ্ঠু নির্বাচ‌নের বিষ‌য়ে প্রতিশ্রু‌তি দি‌তে পা‌রে না। এটার জন্য সব দ‌লের দা‌য়িত্ব র‌য়ে‌ছে। সবার আন্তরিকতা থাক‌লে বা‌য়ো‌লেন্স ছাড়া নির্বাচন করা সম্ভব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ