ভুটানের রাস্তায় একা কী করছেন দীপিকা?

জগৎ-সংসার ছেড়ে একা একা ভুটানের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। যেন প্রকৃতির সৌন্দর্যেই নিজেকে হারিয়েছেন তিনি।

তার শেষ মুক্তি পাওয়া সিনেমা হাজার কোটির ওপর ব্যবসা করেছে। এরপরই আবার রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। যদিও তারপর নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে রণবীরের হাত ধরেই গিয়েছেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, ভুটানে দীপিকা গিয়েছেন সোলো ট্রিপে।

ভুটানকে বলা হয় ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’। হ্যাশট্যাগে সে কথা লিখে একের পর এক ছবি আপলোড করেছেন দীপিকা। কখনো তাকে নির্জন বনে বসে থাকতে দেখা যাচ্ছে, কখনো আবার মেঠো পথ ধরে হাঁটছেন অভিনেত্রী।

পাহাড়ি খাবারও চেখে দেখেছেন দীপিকা। সেই ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। কিন্তু এ ছবিতে রণবীর সিংয়ের তেমন কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য নেই। তাহলে কি বলিউডের বাজিরাও ও মস্তানির সম্পর্কে তিক্ততা এসেছে? আর তার কারণেই কি দীপিকার এই একাকিত্বের সফর? উঠছে এমন প্রশ্ন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ