পোশাকের জন্য চা খেতে ঝামেলা হচ্ছে উরফির!

অদ্ভুত পোশাক সবসময় বিতর্কে থাকেন উরফি। ইনস্টাগ্রামে অদ্ভুত পোশাক নিয়ে ছবিগুলোই নানা উদাহরণ। সম্প্রতি আবারো উদ্ভট পোশাক নিয়ে বিড়ম্বনা‍য় পড়েছেন তিনি!

পোশাকের কারণে চা খেতে গিয়ে বিপদে পড়ছেন তিনি। এই পোশাকের জন্য গ্লাস থেকে কিছুতেই চা পান করতে পারছেন না‍

ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করে লিখেছেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়।’

ভিডিওতে দেখা যায়, তিনি একটি গাড়িতে বসে আছেন। মুখের সামনে ব্যারিকেড! ওটাই তার পোশাক। পোশাকের জন্যই তার চা খেতে অসুবিধা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত তিনি একটা উপায় খুঁজে নেন। ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইট থেকে চা পান করছেন।

এই ভিডিও এখন রীতিমত ভাইরাল। এই পোস্টে এক ব্যবহারকারি লিখেছেন, ‌‘স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল।’

আরেক ব্যবহারকারি লিখেন, ‘এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন।’

তবে উরফি এমন কাণ্ড নতুন নয়। এর আগেও ব্লেড দিয়ে তৈরি পোশাক পরেও ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। আর লতাপাতা থেকে দড়ি দিয়ে তৈরি পোশাক তো উরফির কাছে সাধারণ ঘটনা। উরফি এমন পোশাক নিয়ে বিতর্কও কিছু কম হয়নি।

কিছুদিন আগেই পোশাকের কারণে তাকে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আর তাতে বেশ চটেছিলেন তিনি। এমনকি পোশাকের কারণে প্রাণে মারার হুমকিও জুটেছে কপালে। তবে কোনো কিছুতেই থাকতে রাজি নন ‘ফ্যাশনিস্তা’ উরফি জাভেদ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ