পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরল আইভরি কোস্ট। আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারাল দলটি। এ নিয়ে নাইজেরিয়ার সঙ্গেই তৃতীয় সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হলো আইভরি কোস্ট। এর আগে ১৯৯২ ও ২০১৫ সালে শিরোপা জিতেছিল তারা।
রোববার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে এই জয় পায় স্বাগতিকরা। যেখানে উইলিয়াম ট্রোস্ট-ইকং নাইজেরিয়াকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ফঁক কেসিয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। পরে জয়সূচক গোলটি করেন সেবাস্তিয়ান হলার।
খেলার ৩৮তম মিনিটে কর্নার থেকে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ট্রোস্ট-ইকং। গোলরক্ষক লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি। তবে বিরতির পর ৬২তম মিনিটে কর্নারে ফক কেসিয়ের হেড ড্রপ খেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে বোকা বানিয়ে খুঁজে নেয় জাল। সমতার স্বস্তি ফেরে স্বাগতিকরা।
ম্যাচের ৮১তম মিনিটে পর সেবাস্তিয়ান হলার গোলমুখে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে আইভরি কোস্টকে জয়সূচক গোল পাইয়ে দেন।