আগামী মাসে আর্জেন্টিনা যে দুটি প্রীতি ম্যাচ খেলবে, তা ঠিক হয়ে গিয়েছিল আগেই। এবার প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, তারিখ ও লিওনেল মেসি খেলবেন কি না, সেটা চূড়ান্ত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।
তারা এক টুইট বার্তায় জানিয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি। ১৫ জুনের এ ম্যাচের পর ১৯ জুন ইন্দোনেশিয়ায় তাদেরই বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনা।
চীনে আর্জেন্টিনার দূতাবাস থেকে জানানো হয়েছে, ১৫ জুনের ম্যাচটি খেলতে মেসি সেখানে যাবেন। ২০১৭ সালের পর এটাই তাঁর প্রথম চীন সফর। ৩৫ বছর বয়সী মেসির এটা সপ্তমবারের মতো চীনে যাওয়া। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে সফরগুলো করেছেন মেসি।
মেসি প্রথম চীনে গিয়েছিলেন ২০০৫ সালে। এরপর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে গিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে খেলতে। ২০১০ সালে বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেলতেও চীনে গিয়েছিলেন তিনি।
মেসি আসছেন—এ খবর দ্রুতই চীনে ছড়িয়ে পড়েছে। সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখন থেকেই সেই ম্যাচের টিকিট পাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে চীনের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এক চীনা–ভক্ত লিখেছেন, ‘আমি যদি এ ম্যাচের টিকিট পাই, এক বছর প্রেমিকা ছাড়া থাকতেও রাজি আছি।’