এছাড়াও মুঈনুদ্দীনের বিরুদ্ধে সরকারী অর্থায়নে নিজ বাড়ির রাস্তাপাকা করাসহ সরকারী বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ করার অভিযোগ করেছে। সরেযমীনে মুঈনুদ্দীনের বাড়ি গিয়ে দেখা যায়, তার বাড়িতে বিশাল আকারের ১০ তলা একটি বিল্ডিং নির্মাণাধীন রয়েছে। এছাড়াও বাড়িতে রাজকীয় গেট, পুকুরের ঘাটলা, মসজিদসহ রয়েছে বিভিন্ন প্রকার আভিজাত্যের ছোঁয়া। একজন মাদ্রাসা প্রিন্সিপালের পক্ষে এতকিছু করা কিভাবে সম্ভব জানতে চাইলে প্রতিবেশীরা বলেন, অবৈধ পথে হাটলে এর চাইতেও বড়কিছু করা সম্ভব।
