মানিকগঞ্জে পটল গাছের সাথে এ কেমন শত্রুতা!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে মোঃ রমিজউদ্দিন নামের এক চাষির ৭০ শতাংশের জমির মাচায় আবাদ করা পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ মে) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী জানান। কৃষক রমিজ উদ্দিন ওই গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে ও এক সন্তানের জনক।

বৃহস্পতিবার সকাল ১১ টায় পটল ক্ষেতে গিয়ে তার এমন সর্বনাশে কান্না ভেঙ্গে পড়েন রমিজ উদ্দিন। তার ৩৫ হাজার টাকায় বছর চুক্তিতে ৭০ শতাংশ জমি বন্ধক রেখে ৬ মাস আগে পটলের চাষাবাদ করেন তিনি। ফলন্ত পটল গাছ কাটা দেখে জমিতেই কৃষক রমিজ উদ্দিন কান্নায় ভেঙ্গে পড়েন বলে সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক রমিজউদ্দিন বলেন, চারা রোপন থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখন পটল বিক্রি করার সময় চলছে। কে বা কারা রাতের আধারে শত্রুতা করে ক্ষেতের ফলন্ত পটল গাছ কেটে ক্ষতি করেছেন তাদের পরিচয় নিশ্চিত না হতে পেরে আহাজারি করেন তিনি।

সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরীহ কৃষকের ক্ষতি করেছেন, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

সিংগাইর উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ