ঈদের সময় ডায়েট নয়, প্রচুর খাওয়ার পক্ষে বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী নিয়মিত জিম করেন, ডায়েট মেনে চলেন। নায়িকাসুলভ ফিগার ধরে রাখতে নিয়ম-নীতির মধ্যেই চলতে হয় তাকে। তবে ঈদের সময় সেটার তোয়াক্কা করতে রাজি নন তিনি। উৎসবের এই সময়ে প্রচুর খাওয়ার পক্ষে বুবলী।

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নায়িকা। সেখানেই ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন তিনি। করোনার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর যাবত কোভিড যাচ্ছে, আসছে। এটার প্রকোপ কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধি নিষিধ মেনে ঈদ উদযাপন করব। অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব।’

ডায়েট বিষয়ে বুবলী বলেন, ‘ঈদের এ কয়েকটা দিন কোনও ডায়েট নয়। বেশি বেশি খাওয়া-দাওয়া করুন। জিম তো করাই যাবে। তবে ঈদের সময় ডায়েট করতে হবে এর একদম পক্ষে নই আমি। তাই সবাই বেশি করে খাবেন।’

তবে আশেপাশের মানুষকে সহযোগিতা করার কথাও বলেছেন বুবলী। তার ভাষ্য, ‘যতটুকু সম্ভব আশেপাশের মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করুন। শুধু ঈদের দিন নয়, বছরের প্রতিটি দিন আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকুন।’

উল্লেখ্য, এবারের ঈদে বুবলী অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। যদিও শোনা গিয়েছিল, ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের সিনেমাটি মুক্তি পাবে। তবে সেটা শেষ পর্যন্ত আর বাস্তব হয়নি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ