৩৬ বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে লিওনেল মেসির হাত ধরেই ধরা দিলো স্বপ্নের সোনালি ট্রফি। মাঠে শিরোপা উঁচিয়ে ধরলেন মেসি উচ্ছ্বাসে ফেটে পড়ল পুরো গ্যালারি। যার ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমীর মনে। বাদ যাননি বাংলাদেশি শোবিজের তারকারাও। উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেল তাদের ফেসবুক দেয়ালে।
চঞ্চল চৌধুরী লেখেন, ‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’ পরের পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না, কারো আনন্দে, কারো কষ্টে। ঘটনা সত্য!’
পরীমণি লেখেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’
পূজা চেরি মেসির ছবি পোষ্ট করে লেখেন, ‘প্রাউড।’
আঁচল আঁখি লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। লাভ ইউ মেসি।’
বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা’।
ওমর সানি ব্রাজিলের সমর্থক। তিনি লেখেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বেস্ট ওয়ার্ল্ড।’
মেসির জয় নিয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এটা ঘরে নিয়ে যাও মেসি।’ সঙ্গে জুড়ে দেন দুটো ভালোবাসার চিহ্ন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে মেসির এই জয় উদযাপন করেন।
অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘শুরু থেকে বেশ আনন্দ নিয়ে খেলা দেখছি। বিরতির পরও বেশ খোশমেজাজে ছিলাম।কিন্তু এমবাপ্পের টানা ২ গোল হাত পা ঠান্ডা করে ফেলেছে। অবশেষে মেসির জয় হলো। খুব ভালো লেগেছে।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘কংগ্রাচুলেশনস মেসি।’ আর্জেন্টিনার জয়ে ‘বড় ছেলে’ সঙ্গে দুটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেন এতে।
অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুক পেজে লিখেন, ‘কংগ্রাচুলেশনস লিওনেল মেসি, কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা। তুমি এটা ডিজার্ভ করো।’
মেসির এই জয়ে শুকরিয়া আদায় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ কেয়া পায়েল।
সাফা কবির লেখেন, ‘চ্যাম্পিয়ন মেসি। আর্জেন্টিনা এবং মেসির ইতিহাস।’