দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা দিবস উদযাপন তামিম-মুশফিকদের

দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। এই উপলক্ষে দক্ষিণ আফ্রিকার ডারবানে দলীয় অনুশীলনের ফাঁকে জাতীয় সংগীত গেয়ে দিবসটি উদ্‌যাপন করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। এবার দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যার প্রথমটি আগামী ৩১ মার্চ।

এই সিরিজ শুরুর আগে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে দলীয় অনুশীলন। এই অনুশীলনে নেমেই জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতা আর জাতীয় দিবস উদ্‌যাপন করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

জাতীয় সংগীত গাওয়ার সময় ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, টিম বয়সহ বিদেশি কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ