ফেনীতে দ্বাদশ শ্রেণির ছাত্রী সানজিদা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে। শনিবার সকালে শহরের ট্রাংক রোডে দোয়েল চত্বরে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সানজিদা আক্তার সানজুর সহপাঠীরা বলেন, সানজিদা ফেনীর বেসরকারি সিটি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। যৌতুকের দাবিতে স্বামী দুবাই প্রবাসী আবুল বাশারসহ শ্বশুরবাড়ির লোকজন গত ২৭ ডিসেম্বর সানজিদাকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করে। বিয়ের ১ মাস ১০ দিনের মাথায় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পাশাপাশি দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
প্রসঙ্গত, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর এলাকার ওলি কন্ট্রাকটার বাড়ির স্বামী দুবাই প্রবাসী আবুল বাশারের ঘরের সিলিং ফ্যান থেকে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মামলা হলে স্বামী আবুল বাশারকে গ্রেফতার করা হয়।