মৌসুমীকে নিয়ে মরুর বুকে ওমর সানী

প্রায় তিন দশকের দাম্পত্য জীবন। এর মাঝে মাস কয়েক আগে সম্পর্কে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। সিনেপাড়ায় গুঞ্জন চাউর হয়েছিল— ভেঙে যাচ্ছে এ তারকা জুটির দীর্ঘদিনের সাজানো সংসার!

সেই মেঘ কেটে গেছে আরও আগেই। বর্তমানে সুসময়ই কাটাচ্ছেন ওমর সানী ও মৌসুমী দম্পতি। সেই সুসময়কে আরও রাঙিয়ে নিতেই মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবকাশ যাপনে গেছেন তারা। দুজনার ঘোরাঘুরির ছবি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন ওমর সানী। ক্যাপশনে লেখেন, ‘ইয়া হাবিবি’।

আরবি শব্দযুগল ‘ইয়া হাবিবি’র বাংলা অর্থ দাঁড়ায় ‘ওহে বন্ধু’। এভাবেই নিজেদের সম্পর্কটাকে মূল্যায়ন করলেন ‘কুলি’ অভিনেতা।

বুধবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী দুবাইয়ে দুজনের কাটানো ঝলমলে কিছু মুহূর্তের ছবি আপলোড করেন। যেখানে ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দেন স্বামী-স্ত্রী। ছবিতে দেখা যায়, সানীর পরনে অ্যারাবিয়ান কালো রঙের জোব্বা এবং মৌসুমীর পরনে ধূসর রঙা প্রিন্টেড লেগিংস ও কালো রঙের টি-শার্ট।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী ও ওমর সানী অভিনীত নতুন সিনেমা ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালায় সিনেমাটিতে মৌসুমীর ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ