দীঘি আমার ছোট বোন: তৌহিদ আফ্রিদি

একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি এখন প্রাপ্তবয়স্ক নায়িকা। ইতোপূর্বে নায়িকা হিসেবে তার অভিষেক হয়েছে। কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সেই সুবাদে প্রায়শই তাকে নিয়ে আলোচনা হয়।

কিছুদিন আগে গুঞ্জন ছড়ায়, ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন দীঘি। তাদের বিভিন্ন ছবি-ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বিয়ের তারিখও জানতে চাইত। বিষয়টি নিয়ে দীঘি বলেছিলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভালো বন্ধু।’

এবার দীঘিকে ছোটবোন বললেন আফ্রিদি। রোববার (২৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে আসেন আফ্রিদি ও দীঘি। সেখানে এক ভক্ত মন্তব্য করেন, আফ্রিদির ছোট বোন দীঘি। ওই কমেন্ট পড়ে আফ্রিদিও বলে ওঠেন, ‘একদম, দীঘি আমার ছোট বোন। বারবার বলব, বন্ধু আমার ছোট বোন।’

আফ্রিদির পেজ থেকে লাইভটি শুরু করেছিলেন দীঘি। শুরুতেই তরুণ এ নায়িকা বলে ওঠেন, ‘হ্যালো এভরিওয়ান, আফ্রিদির পেজ আজ হ্যাক হয়ে গেছে। আজ আমি আর তানজিল জনি (কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার) মিলে আফ্রিদির পেজ হ্যাক করেছি। এখন আমরা একসঙ্গে ওর পেজ থেকে লাইভে এসেছি। তাই আফ্রিদিকে দেখা লাগবে না, আমাদের দেখুন।’

এরপর অবশ্য আফ্রিদিও আসেন ক্যামেরার সামনে। এসে জানান, সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টায় তার ইউটিউব চ্যানেলে আসছে ৯৯ নম্বর ভ্লগ। এটি দেখার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, একক হিসেবে দেশের শীর্ষ ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলে ৪৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ