কালো গাউনে উষ্ণতা ছড়াচ্ছেন ম্রুনাল ঠাকুর

বলিউডের অন্যতন ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ম্রুণাল ঠাকুর। সম্প্রতি কালো গাউন পরে নতুন ফটোশ্যুটের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ফ্যাশন ডিজাইনার হাউস অ্যাটেলিয়ার বিসারের পোশাক লেবেল থেকে এই কালো গাউন বেছে নিয়েছেন ম্রুণাল।

ছবিতে অফ-শোল্ডার কালো গাউনের সঙ্গে নিখুঁত মেকআপ, স্মোকি আই মেকআপ এবং ন্যুড লিপস্টিক পরে দেখা মেলে ম্রুণালের।

দেখা যায়, খোলা চুলের সঙ্গে বাম হাতে ব্যাঙ্গেল এবং হাতে আংটি পরেছেন অভিনেত্রী। শোপলুন-এর কালেকশন থেকে এই ব্যাঙ্গেল বেছে নিয়েছেন ম্রুণাল।

ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘যখন আমি কালো পরি, তখন আমি যে আবেগগুলি অনুভব করি’।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ