এবার শাহরুখকন্যার সঙ্গে অমিতাভের নাতির প্রেমের গুঞ্জন

সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রী নোরা ফাতেহির ডেটের গুঞ্জনে সরব বলিউড। এবার এ গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শাহরুখকন্যা সোহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় উঠেছে। তবে এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে এ সম্পর্কের কথা স্বীকার করেননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, বড়দিনের এক অনুষ্ঠানে অগস্ত্য নন্দার সঙ্গে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছিল সুহানা খানকে। সেখানে যাওয়ার সময় তার বোন ও মাকে সুহানা খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অগস্ত্য। এছাড়া শ্বেতা বচ্চনও সুহানা খানের সঙ্গে ছেলে অগস্ত্যের সম্পর্কের জন্য বেশ খুশি। এমনকি তিনি সুহানাকে অনেক পছন্দ করেন। আর তখন থেকেই শুরু হয় এ গুঞ্জন। এছাড়াও অগস্ত্য সুহানার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন বলেও খবর এসেছে।

উল্লেখ্য, বলিউডে সুহানা এবং অগস্ত্য দুজনেই জোয়া আখতারের সিনেমা ‘দ্য আর্চিস’ দিয়ে ডেবিউ করবেন। আর এ সিনেমার শ্যুটিং চলাকালেই তাদের সম্পর্ক শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ