ইভার নতুন গান ‘তুমি অনেক দামি’

দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। খুব শিগগির তিনি প্রকাশ করবেন ‘তুমি অনেক দামি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এটির সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন আরমান।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মারুফ রহমান। এটি প্রকাশ হবে শিল্পীর নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে ইভা বলেন, “অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করবো। ‘তুমি অনেক দামি’ গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করবো।” ২০০৪ সালে ইভা গানের জগতে আসেন।

ইভার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ