আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে যবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি

:: ইবি প্রতিনিধি ::

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এ ছাত্রদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে মুখোমুখি হয় ইবি ও যবিপ্রবি। এতে ২-০ সেটে যবিপ্রবিকে হারিয়ে জয়লাভ করে ইবি।

ইবি দলের পক্ষে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তামজিদ আহমেদ জিৎ, স্পোর্টস সাইন্স বিভাগের আরাফাত সাইদ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম।

ইবির ব্যাডমিন্টন খেলোয়াড় তামজিদ হায়দার জিৎ অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছি। আজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা অন্যরকম অনুভূতি। যা আসলে ভাষায় প্রকাশ করা যাবেনা।

শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান বলেন, আমাদের প্লেয়াররা খুবই ভালো খেলেছ। এজন্য তাঁদেরকে অভিনন্দন। একইসাথে যবিপ্রবির ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল। এজন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এ ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০ জন খেলোয়াড় অংশ নেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ