গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্মী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জেনারেল সার্ভিসেস পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কো-অর্ডিনেটর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিসের কাজে আট থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
সমস্যা সমাধান ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বয়স: ৩২-৪৫ বছর। কর্মস্থল: বগুড়া।
বেতন ও সুযোগ- সুবিধা: মাসে বেতন ৪৫,০০০-৬০,০০০ টাকা। এ ছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারে ভর্তুকি, বছরে তিনটি উৎসব বোনাস ও বছর শেষে ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২২।