স্বামীর সেবায় বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়লেন

সোফি উইলমস। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তার স্বামী মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অসুস্থ স্বামীর সেবাযত্ন নিতে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সোফি বলেছেন, ব্রেন ক্যানসারে আক্রান্ত স্বামীর যত্ন নেওয়ার জন্য তিনি সাময়িকভাবে সরকার থেকে পদত্যাগ করবেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‌এই কঠিন কষ্ট আমার পরিবারের পাশাপাশি সরকারে আমার ভূমিকায় প্রভাব ফেলবে। যে কারণে তিনি সরকারি দায়িত্ব থেকে সাময়িক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

২০১৯ এবং ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সোফি। প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করে অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক ছুটিতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ