সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছে ভারত-পাকিস্তান!

রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘ ১১ বছর ধরে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সবশেষ ২০১২-১৩ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। এরপর থেকে শুধু আইসিসি ও উপমহাদেশের আয়োজিত টুর্নামেন্টগুলোতে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

একই সীমানা শেয়ার করা দু্ই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার কারণে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারেনি দুই দেশের বোর্ড। তবে এরইমধ্যে এক চমকপ্রদ মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।

বুধবার এক প্রেস কনফারেন্সে জাকা আশরাফ বলেন, ‘খুব শীঘ্রই ভারত-পাকিস্তান সিরিজের আয়োজন করা হচ্ছে। সরকারের অনুমতি সাপেক্ষে একে অপরের সাথে সিরিজ খেলতে দুই দেশের বোর্ডই প্রস্তুত।’

পিসিবি প্রধানের এই বক্তব্য ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবাসাইটে প্রকাশ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে, যতক্ষণ না সন্ত্রাসী কার্যক্রম, ক্রস-বর্ডার আক্রমণ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবো না। আমি মনে করি, দেশ ও মানুষের ভাবনাও একই হবে।’

তবে যদি সত্যিই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হয় ভারত, তাহলে ক্রিকেট অঙ্গনের এটি বড় পাওয়া হবে। কারণ, এই দুই দেশের খেলা দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ক্রিকেট গ্যালারি।

সবশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছে পাকিস্তান। ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এরপর চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৯ জুন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ