ফেসবুক নিরাপদ রাখতে গুগল অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার বেশ উপকারী। এই ফিচার অ্যাকটিভ থাকলে অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড জানলেও অপরিচিত কোনো ডিভাইস থেকে ফেসবুক লগ-ইন করা যায় না। যতক্ষণ না পর্যন্ত ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচারের সাথে যুক্ত কোনো মাধ্যমে থেকে পাওয়া ‘নিরাপত্তা কোড’ সেখানে সাবমিট করছেন।

মোবাইল নাম্বার, সিকিউরিটি কি ও গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার চালু করা যায়।

গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ ফিচার অ্যাকটিভ করবেন যেভাবে-

১। ফেসবুক লগ-ইন করুন।

২। ডানদিকে উপরে ক্লিক করে Settings & Privacy থেকে Settings সিলেক্ট করুন।

৩। এবার Security and Login সিলেক্ট করুন।

৪। এখানে Login এর ঠিক পরেই Two-factor authentication পাবেন।

৫। এবার Use two-factor authentication এ ক্লিক করুন।

এবার আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য তৈরি। এখানে আপনি ৩টি অপশন পাবেন। এগুলো হলো Security key, Authenticator app ও Text message।

Authentication App অ্যাপের মাধ্যমে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাকটিভ করবেন যেভাবে-

১। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Google Authenticator অ্যাপটি ইন্সটল করুন।

২। এরপর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাপে লগইন করুন।

৩। Add a code অপশনে ক্লিক করে ফেসবুকের কিউআর কোড স্ক্যান করুন।

৪। ফেসবুকের Use two-factor authentication অপশনে Authenticator app সেট-আপ ট্যাবে ক্লিক করলেই কিউআর কোড দেখা যাবে।

৫। Google Authenticator অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই আপনার মোবাইলে একটি কোড দেখাবে। যা ফেসবুকে সাবমিট করলেই ফেসবুকের সাথে আপনার মোবাইলে থাকা Google Authenticator অ্যাপের সংযোগ হয়ে যাবে।

এই সেট-আপের পর অপরিচিত কোন ডিভাইস থেকে ফেসবুক লগইন করার জন্য Google Authenticator অ্যাপে দেখানো কোড দিয়ে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিভাই করে লগ-ইন করতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ