জনগণও মনে করে ভোট ছাড়া অন্য কোন উপায় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, নির্বাচন ছাড়া এদেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্যকোন উপায়ে ক্ষমতায় আসতে চান তাদের কাছে এটা অসম্ভব হয়ে দাড়াবে। কারণ এদেশের জনগণও মনে করে ভোট ছাড়া অন্য কোন উপায় নেই এদেশের শাসনভার গ্রহণ করার।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির কোন কার্যক্রমে আমরা বাঁধা দিয়েছি। তার বিশাল বিশাল সভা করছে। প্রত্যেকটা জেলায়-জেলায় সভা করছে, ডিভিশনে তারা সভা করছে। এখন আবার পদযাত্রা শুরু করেছে। মানুষের রাস্তা ঘাট বন্ধ করে পদযাত্রা করছে। সেখানেও অনুমতি দিয়েছি করুন। আপনাদের রাজনৈতি যে কার্যক্রম তা করুন। পাশাপাশি আমরা এটাও বলি মানুষের কোন অসুবিধার সৃষ্টি করবেন না। ভাংচুর, অগ্নিসংযোগ করার চেষ্টা করবেন না। তাহলে আইন শৃঙ্খলা বাহীনি ব্যবস্থা নেবে।

এসময় মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ