টালিউডের সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিতি তৈরি করেছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনয় ছাড়াও বিভিন্ন সময় তার বোল্ড ফটোশুটে যেন রাতের ঘুম ছুটে যায় ভক্তদের। সম্প্রতি তেমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঝড় তুলেছেন ঋতাভরী।
ভেনিসে ছুটি কাটাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। সেখানেই বিছানায় আড়মোড়া ভাঙার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছেন ঋতাভরী। ছবিতে দেখা যায় সাদা বিছানায় ঋতাভরীর পরনে নাইট ড্রেস, হাতে ধরা বার্বি কুশান মাথার উপরে স্লিপিং মাস্ক।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেছেন, ‘উইকেন্ড শুরু। আর আমার প্রিয় অলস সকাল, সারাদিন কাজের চিন্তা না করে শুয়ে থেকেই দিন কেটে যাবে’।
ঋতাভরী ছোটপর্দার সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন।এরপর ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমা তে মহিলা পুরোহিত-এর চরিত্রে অভিনয় করে, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।