সেন্ড করার পরেও মেসেজ এডিটের অপশন আসছে হোয়াটসঅ্যাপে

ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নতুন ফিচার আনছে। একই ধারাবাহিকতায় এবার আগে পাঠানো মেসেজ এডিট করার সুবিধা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অর্থাৎ মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীরা তাতে পরিবর্তন করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে ‘এডিট সেন্ডেড মেসেজ’ নামের ফিচারটি হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সনে পাওয়া যাবে।

ওয়াবিটাইনফোর প্রতিবেদন অনুসারে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর পর আপডেট করার সুযোগ দেবে। গুগল প্লে বিটা প্রোগ্রামের ২.২২.২০.১২ সংস্করণ অন্তর্ভুক্ত করেছে।

ওয়াবিটাইনফোর এই এডিট সেন্ডেড মেসেজ ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন এডিট মেসেজ ফিচার নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার পরিবর্তে কেবল এডিট করার সুযোগ পাবেন।

যদিও নতুন ফিচারটি কবে আসছে, সে বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে আপাতত বিটা ব্যবহারকারীদের মধ্যে এটি পরীক্ষা করা হবে। তাদের মতামতের উপর ভিত্তি করে সবার জন্য উন্মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ