সিদ্ধার্থ-কিয়ারার চার হাত এক হচ্ছে ৬ ফেব্রুয়ারি!

বলিউডে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় এ জল্পনাকে যেন খানিক উসকে দিয়েছে। এই মুহূর্তে সবাই তাকিয়ে ৬ ফেব্রুয়ারির দিকে। ওই দিনই কি বিয়ের পিঁড়িতে বসছেন সিড-কিয়ারা? স্বীকার না করলেও পাপ্পারাৎজির প্রশ্নে তাদের হাসিই বলছে যা রটে তার কিছুটা হলেও সত্য।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই লিভ-ইনে রয়েছেন সিড-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়ত এই সিদ্ধান্ত তাদের। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা সিদ্ধার্থের। সেই সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন। এরপর সেই প্রেম ভাঙলে কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। বিয়ের দিন নিয়ে নানা চর্চা চললেও মুখ খোলেননি তারা। তবে স্বীকার না করলেও প্রতিক্রিয়া বলছে ‘গল্প হলেও সত্যি’

মাস দুয়েক আগে কিয়ারার পোস্ট, ‘অনেকদিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগিরই আসছে… অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তারপর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধ হয় চার হাত এক হবে। বি-টাউনের ওপেন সিক্রেট এই লাভ স্টোরি। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ