সিংগাইরে ভাইস চেয়ারম্যানসহ প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা

মানিকগঞ্জের সিংগাইর-সিরাজপুর সড়কে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ প্রভাবশালীদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গিলে খাচ্ছে সরকারি রাস্তার জায়গা ও গাছ। রাস্তাটির একাধিক স্থানে প্রকাশ্যে দখলদাররা এভাবে বাড়ি ও ব্যবসা সম্প্রসারণ করতে ব্যবহার করছেন সরকারি রাস্তা। সেই সাথে কাটা যাচ্ছে সরকারি গাছও। দেখার যেন কেউ নেই।

সরেজমিন রোববার (২৩ অক্টোবর) সড়কটির জামির্ত্তা ইউনিয়নের আলীনগর এলাকায় দেখা যায়, সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার তার বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে সরকারি গাছসহ রাস্তার কিছু অংশ দখলে নিয়েছে। পাশাপাশি তিনি রাস্তার দক্ষিণ পাশে সরকারি রাস্তার দন্ডায়মান কড়ই গাছের অর্ধেক অংশ কেটে আলিফ এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। স্থানীয়রা জানান, রাস্তার জায়গা দখল ও গাছ কর্তনকারী শারমিন আক্তার ভাইস চেয়ারম্যান হওয়ায় এবং তার ভাই মো. মনির হোসাইন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। যদিও বিষয়টি উপজেলা প্রশাসনসহ দায়িত্বশীল ব্যাক্তিরা অবগত। ক্ষমতার জোরে তাদের কিছুই হচ্ছে না। একজন জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে এভাবে সরকারি রাস্তা দখল করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনেও চলছে কানাঘুষা।

এদিকে, সড়কটির প্রবেশ পথ সিংগাইর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে জনৈক ধুনাই শেখ রাস্তার জায়গা দখল করে বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করেছেন। সেখানেও দৃশ্যমান সরকারি রাস্তার গাছ বাউন্ডারির ভেতরে ফেলে আটকে দেয়া হয়েছে। এদিকে, ওই সড়কের সাহরাইল বাজার এলাকায় লক্ষীপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে আরিফুল ইসলাম মিস্টার এলজিইডির রাস্তার অংশ দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে চলছে নানা সমালোচনা। ধুনাই শেখ মার্কেটে গিয়ে দখলধার মালিককে পাওয়া যায়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, প্রকৃতভাবে রাস্তা পরিমাপ করলে মার্কেটের অর্ধেক অংশ সরকারি রাস্তায় পড়বে।

সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার বলেন, রাস্তা বাড়ানোর সময় আমরা বর্ধিত অংশ সরিয়ে দিব। মূলত এটাতো আমার বাবার বাড়ি। কাজটি আমার ভাই করেছে।
উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, বর্ধিত টিনের শেড রাস্তা সম্প্রসারনের সময় সরিয়ে দিবেন বলে ভাইস চেয়ারম্যান জানিয়েছেন। গাছের একটি অংশ কেটে দোকান নির্মানের বিষয়টি আমার জানা নেই।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারকে ৩ দিনের সময় দিয়ে ভেঙ্গে দেয়ার কথা বলব। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ