সাকিব দুইবার মাঠে নেমে করলেন ৫৫

এশিয়া কাপকে সামনে রেখে পাল্টে যেতে চাইছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই সাফল্য নেই। এবার ভয়ডরহীন ক্রিকেট খেলে পথে ফিরতে চায় দল। নতুন অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য এখনই স্বপ্ন দেখাতে নারাজ। শিশুদের মতো হাঁটি হাঁটি পা করে একটু একটু করে এগিয়ে যেতে চান।

আজ রোববার অনেকটা শিশুতোষ ক্রিকেটেরই মতো খেলছেন এক ম্যাচ। আউট হয়েও ফের নামলেন ব্যাট করতে। অবশ্য প্রস্তুতি ম্যাচে কতো কিছুই তো হয়!

এশিয়া কাপের আগে মিরপুরের শেরেবাংলায় চলছে প্রস্তুতি ম্যাচ। দুই ম্যাচের প্রথমটিতে ব্যাট করে সাকিবের লাল দল সংগ্রহ করেছে ১৬৫ রান ৭ উইকেট হারিয়ে। আফিফ হোসেনের সবুজ দলকে চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে সাকিবের দল।

হোম অব ক্রিকেটে লাল দলের হয়ে ইনিংসের শুরুটা করেন দুই ওপেনার পারভেন হোসেন ইমন এবং এনামুল হক বিজয়। তবে ইনিংসের তৃতীয় বলেই ৪ রান করে তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বিজয়। এরপর ব্যাটিংয়ে আসেন শেখ মেহেদী। তিনিও প্রথম ওভারের শেষ বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তারপরই ইমনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব। তবে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব। তবে আবারো ব্যাটিংয়ে আসেন অধিনায়ক!

এ ম্যাচে দুইবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান। দ্বিতীয়বারে অপরাজিত ছিলেন ৩৮ রানে। বিজয় দুইবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭। মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। লাল দলের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট।

লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসাইন, রিপন মন্ডল, হাসান মুরাদ, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম।

সবুজ দল: মাহফিজুল রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, তানজিম সাকিব, আশিকুজ্জামান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ