অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে নিজের ‘বেবি বাম্প’র পুরোনো ছবি প্রকাশ্যে আনেন বুবলী। নেটমাধ্যমে শোরগোল পড়ে যায়। বুবলীর সন্তানের বাবা কে? জানার আগ্রহ ছিল সবার। যদিও ব্যাপারটা অনুমিতই ছিল। তারপরও অফিসিয়ালি শাকিব-বুবলী ঘোষণা দিলেন, শেহজাদ খান বীরের বাবা-মা তারাই। এরপর থেকেই শাকিব-বুবলীর সম্পর্কের শীতলতা প্রকাশ্যে আসে। পরবর্তীতে ব্যাপারটি আরও স্পষ্ট হয় ‘হিরের নাকফুল’ কাণ্ডে।
রবিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত বুবলীর ‘আমার কিছু কথা..’ শিরোনামে ভিডিও বার্তায় অজানা অনেক কথাই সামনে আনেন নায়িকা। জানান, সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে একা সংগ্রামের কথা। শাকিবের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নিতেন না কিংবা এখনও নিচ্ছেন না বলেও এদিন স্পষ্ট করেন বুবলী।
বুবলীর কথায়, ‘অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সহায়তা নিই। এই কথাটাও সম্পূর্ণ ভুল। বিয়ে বা আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কোনো আর্থিক সহায়তা নিইনি। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার অনেক বড় দায়িত্ব। কিন্তু এটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করে। আমার সন্তানের বয়স তিন বছরের কাছাকাছি, আজ অব্দি আমি কখনোই আর্থিক সহায়তা নিইনি। সমস্ত কিছু নিজেই বহন করছি।’
‘বসগিরি’ নায়িকার সংযোজন, ‘সন্তানকে নিয়ে আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অংকের খরচ হয়েছে। প্রায় এক বছরের মতো থাকতে হয়েছিল। তখন তিনি (শাকিব) ১৫ হাজার ডলারের মতো হেল্প করেছিলেন। বাকি প্রায় ৩০ হাজার ডলারের মতো আমি নিজে বহন করেছিলাম। টাকার অংকটাও বললাম, কারণ এটা নিয়ে অনেক ভুল নিউজ হয়েছে। গিফট বা উপহারের বিষয়গুলো আলাদা। তবে আর্থিক সহায়তা কখনও নিইনি।’
সন্তানের খবর আড়ালে রাখার বিষয়ে বুবলী বলেন, ‘গত তিন বছর ধরেই আমি চাচ্ছিলাম আমরা একসঙ্গে ওর বিষয়টা সামনে আনতে। সুন্দর করে তুলে ধরতে। কিন্তু হচ্ছিল না। সে কারণেই এভাবে খবরটা প্রকাশ করা। কারণ ওর জায়গা থেকেই, ও হয়তো একদিন প্রশ্ন করবে মা তুমি তো কোনোদিন কথা বলোনি। সে কারণেই এই কথাগুলো বলছি।
সন্তান বীরের উদ্দেশ্যে কান্না বিজড়িত কণ্ঠে বুবলী বলেন, ‘বাবা শেহজাদ, মা হয়তো সবসময় তোমার পাশে থাকবে না। কিন্তু অন্যান্য মায়েদের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা। আমি সবসময় তোমার পাশে ছিলাম, থাকব। তুমি মানুষের মতো মানুষ হও বাবা। তোমার মা-বাবা সবাই আমরা তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমার জায়গা থেকে হয়তো সবসময় সেরাটুকু আমি দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।’
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান বীর। কিন্তু সবকিছুই গোপন রেখেছিলেন তারা। এ বছরের ৩০ সেপ্টেম্বর বুবলী শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন। আর তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চলছে কানাঘোষা। শোনা যাচ্ছে ইতোমধ্যে বিচ্ছেদও হয়ে গেছে তাদের।