শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে পাকিস্তানের রেকর্ডগড়া জয়

শ্রীলঙ্কার ইনিংসের শেষ পেরেকটা ঠুকলেন নাসিম শাহ। তরুণ এই পাক পেসারের ইয়র্কারের কোনো জবাব ছিল না দিলশান মধুশাঙ্কার কাছে। এর আগে নোমান আলির ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে লঙ্কান ব্যাটিং অর্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকদের প্রথম ৭ উইকেটই তার দখলে গেছে। আব্দুল্লাহ শফিক, আগা সালমানদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়িয়ে রেকর্ড গড়া জয় তুলে নিল পাকিস্তান।

গল টেস্টে জয়ের মধ্য দিয়ে সাদা পোশাকে দীর্ঘ এক বছরের জয়খরা ঘুচিয়েছিল বাবর আজম বাহিনী। গল টেস্টের পর কলম্বোতেও দাপট ধরে রাখল সফরকারীরা। কলম্বো টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারাল পাকিস্তান।

পরিসংখ্যান বলছে, লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ইনিংস ও ১৭৫ রানে।

প্রথম ইনিংসে ১৬৬ রানে স্বাগতিকরা গুটিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরি ও আগা সালমানের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ