শোক দিবস উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করল র‍্যাব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী অর্থাৎ শোক দিবস উপলক্ষে র‌্যাব সদরদপ্তরের উদ্যোগে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর উত্তরার বাইতুস সালাম মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে দুঃস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাব-১ এর তত্ত্বাবধানে দুই শতাধিক দুঃস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও, সারাদেশে র‌্যাবের সকল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তিন হাজারের বেশি অসহায়, দুঃস্থ, এতিম ও দরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

র‌্যাব সদরদপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। জুমার নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদসহ র‌্যাবের সব মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ ছাড়া কর্মসূচির মধ্যে ছিল বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ