মেলবোর্ন টেস্টে শেষ বিকেলে লড়াইয়ে ফিরলো পাকিস্তান

মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিডটা খুব বড় নয়। পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানের লিড পায় অসিরা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিক দল।

মনে হচ্ছিল, প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও পাকিস্তান এই টেস্টের লাগাম হাতে নিয়ে নেবে। কিন্তু মিচেল মার্শ পঞ্চম উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে গড়লেন দুর্দান্ত প্রতিরোধ। ১৫৩ রানের জুটিতে পাকিস্তানকে হতাশায় ডোবান তারা।

মার্শ মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি। ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ৯৬ রান করে মীর হামজার শিকার হন তিনি। অথচ এই মার্শ ফিরতে পারতেন ব্যক্তিগত ২০ রানেই। স্লিপে আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ ফেলে দেন। সেটিই ভুগিয়েছে পাকিস্তানকে।

দিনের শেষ বলে অবশ্য মার্শের জুটি সঙ্গী স্মিথকেও (৫০) সাজঘরে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাতে একটু স্বস্তি ফিরেছে পাকিস্তান শিবিরে। ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাদের লিড এখন ২৪১ রানের।

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩১৮ রানের জবাবে আগের দিনই বিপদে পড়েছিল পাকিস্তান। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।

তৃতীয় দিনের সকালে ২৬৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৪২ আর লোয়ার অর্ডারের আমির জামাল ৩৩ এবং শাহিন শাহ আফ্রিদি করেন ২১ রান।

প্যাট কামিন্স ৫টি এবং নাথান লিয়ন নেন ৪টি উইকেট।
প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা। শাহিন আফ্রিদি শুরুতেই চাপে ফেলেন অসিদের। এরপর তাতে যোগ দিয়েছেন মীর হামজা।

১৬ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট। উসমান খাজা ০ আর মার্নাস লাবুশেন আফ্রিদির শিকার হয়ে ফিরেছেন ৪ করে। এরপর মির হামজা টানা দুই বলে বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নার (৬) আর ট্রাভিস হেডকে (০)।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ