রেডমি ফোন বিস্ফোরণে নারীর মৃত্যু, তদন্তে শাওমি

রেডমি ৬এ স্মার্টফোন বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। বালিশের কাছে ফোনটি রেখে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

ভারতের দিল্লিতে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। ওই নারীর একজন আত্মীয় ইউটিউবার মানজিত টুইটারে এতথ্য জানিয়েছেন।

টুইটে দাবি করা হয়, ঘুমের সময় বালিশের কাছে স্মার্টফোনটি ছিল। বিস্ফোরণে ফোনটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পেছনের অংশ পুড়ে গেছে এবং ব্যাটারিও ফুলে গেছে।

ওই টুইটে বিস্ফোরিত স্মার্টফোনের ছবি ও মৃত নারীর ছবিও প্রকাশ করা হয়েছে।

ইউটিউবার মানজিত জানিয়েছেন, ‘মাসির পরিবার খুবই সাধারণ, মাসি ফোনের ব্যবহারও তেমন জানেন না। শুধু ফোন করা ও ইউটিউব দেখার জন্যই তিনি ফোন ব্যবহার করতেন। যদি ব্র্যান্ড তাদের ভুল স্বীকার না করে তাহলে আইনের পথে লড়তে হবে।’

রেডমি স্মার্টফোনের প্রস্তুতকারণ প্রতিষ্ঠান শাওমি ওই টুইটের উত্তরে বলেছে, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা এই ঘটনাটি দেখছি।

শাওমি ইন্ডিয়া জানিয়েছে, ক্রেতার সুরক্ষা সবসময়ই আমাদের কাছে বেশি প্রাধান্য পায়। আমরা যথাসাধ্য এই পরিবারকে সাহায্য করব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ