যে ২ দলকে ফাইনালে দেখছেন স্মিথ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর চলছে ভারতে। এখন পর্যন্ত ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। যেখানে কোন দলের শক্তি-সামর্থ্য কেমন— তা ইতোমধ্যে জেনে গেছে ক্রিকেট বিশ্ব। সে হিসেবে কোন দুটি দল ফাইনাল খেলবে সে ভবিষ্যদ্বাণী দেওয়া শুরু করেছেন সাবেক ক্রিকেটাররা। অবশ্য এ ধরনের প্রেডিকশন চলছে বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকে। তবে বেশিরভাগই চার সেমিফাইনালিস্টের নাম বলে আসছে। এবার সম্ভাব্য দুই ফাইনালিস্ট দল বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

আয়োজক দেশ ভারত এখন পর্যন্ত হওয়া ৬ ম্যাচেই জিতেছে। তাদের এই ফর্মকে হিসাবে রেখে নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকেও ফাইনালে দেখছেন স্মিথ। তিনি বলেন, ‘ভবিষ্যদ্বাণী করা সবসময়ই কঠিন। আমার মনে হয়, শীর্ষে ভারত, দক্ষিণ আফ্রিকা দুইয়ে, নিউজিল্যান্ড তিনে এবং অস্ট্রেলিয়া চার নম্বরে রয়েছে। আমি মনে করি সম্ভবত এটাই নকআউট পর্বের জন্য আপনার সম্ভাব্য শীর্ষ চার হতে চলেছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ