মৌসুমীকে মিস করছেন ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী অসুস্থ। সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছেন তিনি। সে কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যেতে পারেননি। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন ওমর সানী নিজেই। জানিয়েছেন গতকাল থেকে শরীর চলছে না তার।

ওমর সানী লিখেছেন, ‘চার পাঁচ দিন যাবৎ সর্দি কাশি গলাব্যথা এ নিয়ে চলছিল, সাথে ডাক্তারের পরামর্শ চলছে ওষুধ এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা।’

তিনি আরও লিখেছেন, ‘দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে পারলাম না, ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন। ’

জানা গেছে, করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছেন ওমর সানী।

সানীর স্ত্রী নায়িকা মৌসুমী বর্তমানে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছেলে ও ছেলের বউকে নিয়ে দেশে আছেন ওমর সানী।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। তবে তখন বিয়ের খবরটি কাউকে জানাননি তারা। বিয়ের পাঁচ মাস পর ২ আগস্ট বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন দুজন। দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজাকে নিয়ে সানী-মৌসুমীর সংসার। গত ২৬ মার্চ সানী-মৌসুমী পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ