মিয়া খলিফা অংশ নিতে পারেন বিগ বসে

বছর কয়েক আগেই ভারতে এসে বিগ বসে অংশ নিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন কয়েকটি বলিউড সিনেমায়।

এবার তার মতোই আরও এক তারকার দেখা মিলতে পারে বিগ বসের নতুন সিজনে। তার নাম মিয়া খলিফা। ইতোমধ্যেই বলিউডে এই খবর নিয়ে হৈ চৈ পড়ে গেলেও মিয়া এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি। তিনি বলেছেন, অফার পেয়েছি। কথা চলছে।

বিগ বসের এবারের সিজনের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউড ভাইজান সালমান খান। যার কারণে এই শো’কে ঘিরে দর্শকদেরও আগ্রহ-উত্তেজনার পরিমাণ ব্যাপক। অনেকের মতে, সালমানের হাত ধরে বলিউডেও অভিষেক ঘটতে পারে মিয়ার।

এদিকে শুধু মিয়া খলিফাই নন, অভিনেতা নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকিও থাকতে পারেন এবারের সিজনে।

নীল সিনেমার জগতে জনপ্রিয় নাম মিয়া খলিফা। যদিও সেই জগত থেকে অবসর নিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, সানি লিওনের পর মিয়া খলিফারও অভিষেক ঘটতে পারে বলিউডের পর্দায়। আর যেটির শুরুই হতে পারে বিগ বসের ঘর থেকে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিগ বসে আসার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মিয়া। তবে সে সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিগ বসে আসবেন না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ