কদিন আগেই লাইভে এসে কাঁদতে কাঁদতে মায়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার মধ্যে এবার জানা গেল, চুপিচুপি বিয়ে করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিয়ের ছবি।
দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকেই বিয়ে করেছেন রাখি। তিনি ছবি শেয়ার না করলেও, তা ছড়িয়ে পড়েছে আগুনের মতো। যেখানে দেখা যাচ্ছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। দুজনের গলাতেই মালা।
আরও একটি ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন। তারিখ অনুয়ায়ী ২০২২ সালের ২ জুলাই হয়েছে বিয়ে। যা এতদিন গোপন রেখেছিলেন তারা।
চলতি সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রাখি জানিয়েছিলেন তার মা অসুস্থ। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এরমধ্যে এলো তার বিয়ের খবর।
এর আগে রিতেশ সিং নামক এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাখি। সেই বিয়েও দীর্ঘদিন গোপন রেখছিলেন তিনি। কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন। রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ নানাবিধ অভিযোগ এনে আলাদা হয়ে যান অভিনেত্রী। এ সময় তার জীবনে আসে ছয় বছরের ছোট আদিল।