বিশ্বকাপের আগে পাকিস্তানের প্রতিনিধি যাবে ভারতে

ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র তিন মাস বাকি। ইতোমধ্যে টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগেই ভারতের দুটি ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু আইসিসি তাদের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি। এখন পর্যন্ত দেশটি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে সেই প্রক্রিয়ার প্রাথমিক অংশ হিসেবে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ভারতে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান।

ভারতের বেঙ্গালুরুতে চলমান ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি অংশ নিয়েছিল। যদিও জয়হীন সফরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় তারা। সেই ধারাবাহিকতায় ক্রিকেট দলও আসন্ন আইসিসির মেগা আসরটিতে খেলতে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান ও ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে ভেন্যু পরিদর্শনে প্রতিনিধি দলের সফরের তথ্য জানানো হয়েছে। বাবর আজমরা ভারত বিশ্বকাপে খেলবে কিনা নিয়ে তা নির্ভর করছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থার ওপর। সেটা খুঁটিয়ে দেখতেই নিরাপত্তা প্রতিনিধিরা সফরে যাবেন। আসন্ন বিশ্বকাপের প্রথম রাউন্ডে পাঁচটি মাঠে ম্যাচ রয়েছে পাকিস্তানের। প্রতিনিধি দল সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখে পাকিস্তান সরকারকে প্রতিবেদন জমা দেবেন। যার ওপর ভিত্তি করেই বাবরদের বিশ্বকাপে যেতে অনুমোদন দেবে সরকার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ