আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখনকার তুলনায় আগামীতে কমবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।
মঙ্গলবার আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের পর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে এ মূল্যায়ন জানিয়েছে সংস্থাটি। এর আগে নির্বাহী পর্ষদের সভায় এসব বিষয়ে পর্যালোচনা হয়।
বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি আছে ৯ শতাংশের ওপরে। তবে চলতি অর্থবছর শেষে তা ৭ দশমিক ২৫ শতাংশ প্রাক্কলন করেছে আইএমএফ।
বাংলাদেশের মুদ্রানীতি আরো সংকোচন করতেও পরামর্শ দিয়েছে আইএমএফ। টাকা ডলার বিনিময় হার অধিকতর নমনীয় করার সুপারিশ করা হয়েছে।
আইএমএফ মনে করছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াবে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে। বর্তমানে বৈদেশিক লেনদেনের আর্থিক হিসেবে যে ঘাটতি রয়েছে সেটিও থাকবে না। অর্থবছর শেষে আর্থিক হিসেবে উদ্বৃত্ত থাকবে বলেও মনে করছে সংস্থাটি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। সাতটি কিস্তিতে ৪২ মাসে পুরো ঋণ পাওয়ার কথা। এরপর গত ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় হয়।
মঙ্গলবার দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড়ের প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা।