ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল অনলাইনে দেখবেন কীভাবে?

তর্কসাপেক্ষে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক পাতা যোগ হতে যাচ্ছে একটু পরেই, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের। ডি গ্রুপ থেকে নকআউটে এসে ফ্রান্স টানা তিন ম্যাচে তুলে নিয়েছে জয়। পোল্যান্ডকে ৩-১, ইংল্যান্ডকে ২-১ ও মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে, তাতেই পৌঁছে গেছে ফাইনালে। আর আর্জেন্টিনাও হয়েছে গ্রুপসেরা, এরপর নকআউটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারালেও পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হয়েছে টাইব্রেকারে। এরপর ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে চলে এসেছে ফাইনালে। তাতে বিশ্বকাপের ফাইনালে দেখা মিলছে ফ্রান্স আর আর্জেন্টিনার দ্বৈরথের।

বিশ্বকাপের এই ফাইনাল কখন, কোথায় হবে, ও যেখানে, যেভাবে দেখবেন-

তারিখ- ১৮ ডিসেম্বর, রোববার। সময়- রাত ৯টা (বাংলাদেশ সময়)

ভেন্যু- আইকনিক স্টেডিয়াম, লুসাইল

টিভিতে দেখবেন যে চ্যানেলে- বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি।

অনলাইনে দেখবেন যেভাবে- টফি অ্যাপ।

(এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ