ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রলি, বেঁচে গেলেন চালক

রংপুরের পীরগাছায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ট্রলি দুমড়েমুচড়ে গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রলিচালক মাগরিব মিয়া (১৮)। রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার অনন্তরাম (উচাপাড়া) রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা প্রবেশের আগে অনন্তরাম (উচাপাড়া) রেলগেটের পূর্ব পাশ থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রলি লাইনের ওপর চলে আসে। এ সময় চালক মাগরিব মিয়া রেললাইনের ওপর ট্রলি রেখে নেমে যাওয়ার সময় ট্রেনটি সাজোরে ট্রলির ইঞ্জিনে ধাক্কা দিলে চূর্ণবিচূর্ণ হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে চালক মাগরিব মিয়া ছিটকে পড়া ট্রলির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিপন মিয়া বলেন, ট্রলিটি দ্রুতগতির কারণে হঠাৎ লাইনের ওপর উঠে পড়ে। চালক বিষয়টি বুঝতে পেরে নেমে গেলেও তিনি গুরুতর আহত হন। আহত মাগরিব মিয়া অনন্তরাম বড়বাড়ি এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, ওই গেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ