ইলন মাস্ক আসার পর থেকেই টুইটারে এসেছে অনেক পরিবর্তন। একদিকে যেমন চাকরি হারাচ্ছেন কর্মীরা, অন্যদিকে আসছে নতুন নির্দেশনাও।
এমনই নতুন নিয়ম এসেছে ভেরিফায়েডের ক্ষেত্রে। এখন থেকে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন বা ভেরিফায়েডের জন্য ৯০ দিন অপেক্ষা করতে হবে।
যে সব অ্যাকাউন্টের বয়স ৯০ দিনের কম তাদের ব্লু সাবস্ক্রিপশন পেতে এই নিয়ম প্রযোজ্য হবে। এই সময়ে যাচাই-বাছাই। ফেক অ্যাকাউন্ট কি না? তাও খতিয়ে দেখা হবে।
সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক বা ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য প্রতি মাসে ৮ ডলার ফি দিতে হবে।
আগামী ২৯ নভেম্বর থেকে এই সাবস্ক্রিপশন পরিষেবা চালু করা হবে। ভেরিফায়েড অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলে ব্লু টিক থাকবে না।
এদিকে ব্যবহারকারীদের মেসেজের নিরাপত্তার জন্য কাজ করছে টুইটার। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
টুইটার এই ফিচার কয়েক বছর আগেই চালু করেছিল। কিন্তু কিছু কারণে তা সরিয়ে নেওয়া হয়।