ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের: সানাই

শোবিজ ছেড়ে ধর্মকর্মে মনোযোগী হয়েছিলেন একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। গত বছর বসেন বিয়ের পিঁড়িতে। তবে বছর না ঘুরতেই বিচ্ছেদের সুর বাজছে সানাইয়ের সংসারে।

এবার জানালেন, অতীত ভুলে আবারও মিডিয়ায় ফিরছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বেশ পরিণত সানাই মাহবুব। আগে না বুঝেই কাজ করতেন। ছোটবেলা থেকেই সহজ-সরল স্বভাবের ছিলেন তিনি। অনেকেই তার এই সরলতার সুযোগ নিয়েছেন। নতুন করে সব শুরু করতে চান বলেও সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান এ অভিনেত্রী।

সানাই বলেন, ‘অনেকটা সময় পার হয়েছে। বদলেছে অনেক কিছু। আমি এখন অনেক পরিণত। নতুন করে সব শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই কাজে ফিরছি।’

তিনি আরও বলেন, ‘আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।’

মিডিয়া ছাড়ার কারণ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি একপ্রকার বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলাম। আপনারা জানেন, আমি বারবার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি, আমাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল করে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। বলা হতো, আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে; আমার বাবা-মাও চিনতে পারবেন না।’

এতদিন পর ফেরা কতটা চ্যালেঞ্জিং? সানাইয়ের সোজাসাপ্টা জবাব, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে কাজ পেতে তেমন কোনো কষ্ট করতে হয়নি। আশা করি এখনো খুব একটা সমস্যা হবে না। এমন নয় যে, আমাকে কেউ চেনে না।’

মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই মাহবুব। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই মডেল। তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সানাই মাহবুব। তার পৈতৃক নিবাস নীলফামারীতে। সানাইয়ের স্বামী আবু সালেহ মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। বিচ্ছেদ না হলেও বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন সানাই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ