ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গত ৭ জুলাই সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির মুক্তি উপলক্ষ্যেই মার্কিন মুলুকে গিয়েছেন এ চিত্রনায়ক।

এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিলেন অপু বিশ্বাস। বুধবার (১২ জুলাই) রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই।

হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানাননি এ নায়িকা। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

এবারের ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ