খালেদা জিয়া ‘ঝুঁকিমুক্ত’

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাক করার পর রিং বসানোর ৭২ ঘণ্টা পেরিয়েছে। এ সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। তিনি এখন অনেকটা ‘ঝুঁকিমুক্ত’ বলে মনে করছেন বিএনপির নেতারা। তবে, বয়স ও অন্যান্য রোগ বিবেচনায় নিলে তিনি কতক্ষণ ‘ঝুঁকিমুক্ত’ থাকেন তা নিয়ে চিন্তিত তারা।

সোমবার (১৩ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির সাপ্তাহিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশগ্রহণকারী স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘বৈঠকে ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। চিকিৎসকরা মনে করছেন, ম্যাডামের হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটা তৈরি হয়েছিল, সেটা থেকে তিনি এখন অনেকটা মুক্ত। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে হ্যাপি।’

এই নেতা আরও বলেন, ‌‘ম্যাডাম এখন ঝুঁকিমুক্ত হলেও সেটা কত সময়ের জন্য বলা মুশকিল। কারণ ম্যাডামের তো এক-দুইটা সমস্যা নয়। তিনি ডায়াবেটিক, ফুসফুস জটিলতা, লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত। তাই চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘ম্যাডামের তো হার্ট অ্যাটাক হয়েছে, রিং বসানো হয়েছে। কিন্তু সেখানে আরও দুটি ব্লক ধরা পড়েছে। উনার যে শারীরিক অবস্থা, নতুন করে রিং বসানোর মতো অবস্থায় তিনি আছেন কি না সেটা নিয়ে চিকিৎসকরা চিন্তিত।’

যদিও মঙ্গলবার (১৪ জুন) সকালে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া ভালো নেই। আমাদের নেত্রীকে দুই নয়ন দেখতে পারছি না অথবা তার আশপাশের বারান্দায় দাঁড়িয়েও একটু কষ্ট লাঘব করার সুযোগ পাই না। পত্রপত্রিকায় তার চিকিৎসা সম্পর্কে চিকিৎসকের মাধ্যমে যেটুকু আসে, এরচেয়ে বেশি জানার সুযোগ আমার নেই।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ