ক্ষমার প্রশ্নই ওঠে না, আমি ছেড়ে দেব না: স্বস্তিকা

সিনেমার ট্রেলার মুক্তির দিনেই বিতর্ক সৃষ্টি করল ‘শিবপুর’। শুরুর দিকেই ছবির প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পরে পরিচালকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন প্রযোজক। আর মঙ্গলবার ছবির ট্রেলার মুক্তির দিন ফের বিস্ফোরক হলেন সিনেমাটির অভিনেত্রী স্বস্তিকা।

স্বস্তিকা জানান, ‘শিবপুরের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমি যাব কিনা, এটা জানতে বেশকিছুদিন ধরেই বহু সাংবাদিক বন্ধুরা আমায় ফোন করছিলেন। আমি বলছি আমি ট্রেলার লঞ্চে যাব না। এটাই স্বাভাবিক, প্রথমত আমি কলকাতায় নেই, আর কলকাতায় থাকলেও আমি যেতাম না। যদি কেউ এটা নিয়ে অন্য তথ্য বলে থাকেন, তাহলে মিথ্যে বলছেন।’

স্বস্তিকা আরও লেখেন, ‘যৌন হেনস্থা কোনও তুচ্ছ ঘটনা নয়। এর কোনও ক্ষমা নেই। প্রযোজকরা মনে করতেই পারেন, সবকিছু ঠাণ্ডা হয়ে গেছে, ঠিকঠাক আছে, কিন্তু একেবারেই না। তবে শিবপুর আমার ছবি, ট্রেলার অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।’

প্রসঙ্গত, ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন স্বস্তিকা। অভিযোগ ছিল প্রযোজক সন্দীপ তার কোনো বন্ধুর মেইল আইডি থেকে স্বস্তিকার নগ্ন ছবি অভিনেত্রীকে পাঠান। এরপর হুমকি দেওয়া হয়, প্রযোজকের কথা মতো কাজ না করলে সেই ছবি ভাইরাল করা হবে। এরপরই সেই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ