ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়েও ভালো অবস্থানে বিসিবি, দাবি পাপনের

বিশ্বে ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় উপরের দিকেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধুই আর্থিক দিক থেকে নয়, অবকাঠামোগত দিক থেকেও অনেক বোর্ডের চেয়ে এগিয়ে বিসিবি। এমনকি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের থেকেও ভালো অবস্থানে রয়েছে বিসিবি এমনটাই দাবি করেছেন নাজমুল হাসান পাপন।

সোমবার বিসিবি থেকে দরিদ্রদের জন্য খাবার বিতরণ করা হয়। এরপর মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে আসেন পাপন। সেখানেই পাপন বলেন, ‘আপনি যদি তুলনা করেন, হ্যাঁ অনেক ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা ভালো আছি। আপনি যদি বলেন এটা আমরা স্বীকার করি। তুলনা করা যাবে না কারণ পার্থক্যটা এতো বেশি, পাশ্ববর্তী ভারতের সাথেও যদি দেখেন ওদের একদিনের খরচও না এটা (ত্রাণ সহায়তা)। এটা তাদের কাছে কিছুই না।’

অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও পাপন মনে করেন অন্যান্য বোর্ড থেকেও ভালো আছে বাংলাদেশ, ‘এরপর বাংলাদেশ না, আপনি অন্য দেশে গেলেও একই অবস্থা। তারপরও আমার মতে ভারত আছে, ইংল্যান্ড আছে এই দুইটাই (শীর্ষে)। অস্ট্রেলিয়া আমার মনে হয় না আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে। কয়েকটা দেশ ছাড়া সেদিক থেকে ভালো আছি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ