কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার মেয়েরা। এবারের আসরের ড্র’তে একই গ্রুপে ঠাঁই পেয়েছিল প্রতিবেশী দুই দেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে আসরের প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে ৪-০ গোলে হারলেও পরের ম্যাচগুলোতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
আগামী মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার এস্তাদিও আলফনসো লোপেজে স্বাগতিকদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের দিন ২৭ জুলাই একই সময়ে, একই ভেন্যু প্যারাগুয়ের বিপক্ষে ফাইনালে ওঠার জন্য খেলবে ব্রাজিল।
পুরুষদের কোপা আমেরিকায় যৌথভাবে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা (১৫ শিরোপা)। তবে নারীদের কোপায় চিত্রটা একেবারে ভিন্ন, এখানে সাফল্যের দিক দিয়ে ব্রাজিলের চেয়ে যোজন যোজন পিছিয়ে আকাশি-সাদারা। কোপা আমেরিকা ফেমেনিনার আট আসরের মধ্যে সাতবারই শিরোপা হাতে উৎসব করেছে ব্রাজিল, বাকি আসরটিতে শিরোপা ছুঁয়ে দেখেছিল আর্জেন্টিনা।
এবারের আসরে দুই দলই আছে দারুণ ছন্দে। ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে ধসিয়ে শুরু করেছিল অষ্টম কোপা জয়ের মিশন। এরপর সাম্বা ছন্দে উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুকেও উড়িয়ে দিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের চার ম্যাচে ১৭ গোলের বিপরীতে কোনো গোল হজম করেনি তারা।
অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে বড় হারে দুঃস্বপ্নের শুরু পেয়েছিল আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের পরের তিন ম্যাচে তারা জয় ছিনিয়ে নিয়েছেন দারুণ প্রতাপে। পেরু, উরুগুয়ে এবং ভেনিজুয়েলার জালে এই তিন ম্যাচে ১০ বার বল পাঠিয়েছেন আর্জেন্টাইন তরুণীরা।